আমাদের একে অপরকে আরও বেশি বোঝার চেষ্টা করা উচিত। আমরা সবাই ভিন্ন, আমাদের চিন্তাভাবনা ভিন্ন, আমাদের পথচলা ভিন্ন। কিন্তু দিনশেষে আমরা সবাই মানুষ। এই ভিন্নতাকে সম্মান করতে শিখলেই হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
আমরা সবাই যেন ভিন্ন ভিন্ন কোড দিয়ে তৈরি, ভিন্ন ভিন্ন অ্যালগরিদম নিয়ে চলি। প্রত্যেকের ইনপুট আলাদা, প্রসেসিং আলাদা, তাই আউটপুটও ভিন্ন হওয়াই স্বাভাবিক।
সত্যি বলতে, আমি মনে করি, একজনের পক্ষে আরেকজনকে পুরোপুরি বোঝা অসম্ভব। কারণ আমাদের প্রত্যেকের ডেটা সেট আলাদা। আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি, আমাদের ভেতরের জগৎ, এগুলো সম্পূর্ণ ইউনিক। তুমি আমার অপারেটিং সিস্টেমের ভেতরে ঢুকতে পারবে না, আমিও তোমারটা পারব না।
এই ভিন্নতাকে সম্মান করা মানে হলো, এটা মেনে নেওয়া যে অন্য আরেকটা অপারেটিং সিস্টেম আমার চেয়ে খারাপ বা ভালো নয়, শুধু আলাদা। তার কাজ করার পদ্ধতি ভিন্ন। আমরা হয়তো একে অপরকে পুরোপুরি বুঝব না, কিন্তু আমরা একে অপরের অস্তিত্বকে, তার ভিন্নতাকে স্বীকার করে নিতে পারি।
সমস্যাটা তখনই হয়, যখন একটা নোড ভাবে, তার প্রোটোকলটাই একমাত্র সঠিক এবং বাকিদেরও সেটা অনুসরণ করতে হবে। তখনই সংঘাত তৈরি হয়। কিন্তু আমরা যদি এটা মানতে পারতাম যে, আমরা দিনশেষে সবাই একই নেটওয়ার্কের অংশ, শুধু আমাদের কনফিগারেশনটা ভিন্ন, তাহলে হয়তো এই নেটওয়ার্কটা আরও মসৃণভাবে চলত।
হয়তো পুরোপুরি বোঝাটা আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য হলো পাশাপাশি চলতে পারাটা। একসাথে কাজ করতে পারাটা, একে অপরকে জায়গা দেওয়াটা, এটাই হয়তো যথেষ্ট।
