দুআ কবুল হওয়ার জন্যে আপনাকে কাবা শরিফের সামনে গিয়ে দাঁড়াতে হবেনা


বৃষ্টির সময় দুআ কবুল হয়, রোযা অবস্থায় দুআ কবুল হয়, সিজদায় দুআ কবুল হয়, কদরের রাতে দুআ কবুল হয়, আযান ইকামতের মাঝখানের সময়ে দুয়া কবুল হয়, এভাবে বলা শুরু করলে হয়তো শেষ হবেনা। 

আর সবথেকে বড় চিট কোড হল আকাশের দিকে তাকিয়ে দুয়া করলেও দুআ কবুল হয়। এটা লেখার সময়ে আবার মনে পড়লো দুই হাত তুলে দুআ করলেও সেই দুআ কবুল হয়। অর্থাৎ আল্লাহ চান আপনার মনের আশা পূরণ করতে। আপনাকে শুধু সেই বিশ্বাস টা রেখে দুআ করতে হবে। 

কাবা শরিফের দিকে তাকিয়ে দুআ করলে দুআ কবুল হয় এবং অধিকাংশ মানুষই এটার প্রমাণ নিজ চোখে পেয়েছেন। কিন্তু ব্যাপার টা এরকম না। দুআ কবুল হওয়ার জন্যে আপনাকে কাবা শরিফের সামনে গিয়ে দাঁড়াতে হবেনা। 

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে দুআ করলে দুআ কবুল কেন হয় জানেন? কারণ আপনি টাকা খরচ করে এতদূর এসেছেন, কাবা শরিফ পর্যন্ত আসতে আপনাকে অনেক স্টেপ্স পার হতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এরকম মুহূর্তে আপনার মনে অফুরন্ত বিশ্বাস চলে আসে যে এই দুআ কবুল না হয়ে কোথাও যাবে না। এবং একদিন সেই দুআ কবুল হয়ে যায়। এখানে কাবা শরিফ টা মূল ফ্যাক্ট না। এখানে আপনার সেই অফুরন্ত বিশ্বাস ই আপনার দুআ কবুল করিয়ে দেয়। 

আপনি যদি একই রকম বিশ্বাসের সাথে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মনে প্রাণে দুআ কবুলের বিশ্বাস রেখে দুআ করেন, হান্ড্রেড পার্সেন্ট আপনার দুআ কবুল হবে। তাই আবারো বলছি, "দুআ কবুল হওয়ার জন্যে আপনাকে কাবা শরিফের সামনে গিয়ে দাঁড়াতে হবেনা।" 

আমি যখন ঠিক কাবা শরিফের সামনে দাঁড়িয়ে দুআ করছিলাম, তখন আমার মাথায় এই চিন্তা টাই এসেছিলো। আমি ভেবেছিলাম মক্কায় থাকা অবস্থাতেই এটা ফেসবুকে লিখে শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু সেই লেখার সময় এইমাত্র আল্লাহ আমাকে দিলেন।   
Previous Post Next Post