আমি "লেক্সিকন ভল্ট" নামে একটি অ্যাপ বানিয়েছি। মূলত এই আইডিয়া টা আমার একটা প্রবলেম সলভ করার নিয়তে তৈরি হয়েছে। প্রবলেম টা হচ্ছে-
আমি বেশিক্ষণ মনোযোগ দিয়ে বই পড়তে পারিনা। এক পৃষ্ঠা পড়ার মাঝখানে মন ভাবনায় চলে যায় এবং যেটুকু পড়েছি, ওইটুকু নিয়েই ভাবতে শুরু করি। একটু পরে যখন আমার "জ্ঞান ফেরে", তখন আমি হারিয়ে ফেলি কোন জায়গাটায় শেষ করেছিলাম।
তখন আমার ইচ্ছা হল এমন একটা অ্যাপ বানাবো যেখানে আমার পুরো পিডিএফ এর লেখা গুলো প্রতিটা বাক্যে ভাগ হয়ে যাবে। যেমন একটা বই ৩৮ পৃষ্ঠার এবং মোট বাক্যের সংখ্যা ১৪৮৬ টি। সুতরাং আমার অ্যাপ ১৪৮৬ টা পেজ শো করবে এবং প্রতিটি পেজে একটা করে বাক্য থাকবে। যখন আমি নেক্সট ক্লিক করবো, নেক্সট লাইনে যাবে।
এখন থেকে আমি যদি কোনো লাইন পড়তে গিয়ে ভাবনায় চলে যাই, তাহলে জ্ঞান ফেরার পর কোথায় শেষ করেছি সেখান থেকেই শুরু করতে পারবো। এমনকি আমি যদি অ্যাপ বন্ধ করে পুনরায় চালু করে আমার পছন্দের পিডিএফ সিলেক্ট করি, সেখানে আমাকে যেটুকু পড়া হয়েছে, সেখান থেকেই শো করবে। সাথে কতখানি পড়া হয়েছে তার পার্সেন্টেজও থাকবে।
আপাতত টাকা পয়সার যেহেতু অভাব, তাই অ্যাপ টা আমি একাই ব্যবহার করছি।
