আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দূর্বল করে। দূর্বলতা আমাদের দোষ নয়, এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা ভুলে যাই, আমরা হোঁচট খাই, ত্বকঅনেক কোমল, আমরা কষ্টে ভেঙে পড়ি- এটাই আমাদের প্রকৃতি। আর এই দূর্বলতাকে স্বীকার না করলে আমরা কখনই শক্তির আসল উৎসের দিকে ফিরতে পারি না। এই শক্তির উৎস একটাই- আল্লাহ।
আমরা খুব সহজে বিধান ভুলে যাই। আমাদের মন বলে, "এটা কর, এতে ভালো লাগবে", অথচ কুরআন বলে, "না, এটা তোমার জন্য ক্ষতিকর।" আমাদের যুক্তি বলে, "আমার তো খারাপ কিছু করছিনা, কারো ক্ষতি করছিনা", অথচ রাসুল (সা.) শেখান, “যা তোমার মনে খচখচ করে, তা-ই পাপ।” আমাদের আত্মা একদিকে আর আমাদের ফিলোসোফি আরেকদিকে- এই বিভাজন থেকেই শুরু হয় দুর্ভ্রান্তি।
মানুষ আজ নিজস্ব চিন্তা, যুক্তি, দৃষ্টিভঙ্গি দিয়ে একটা 'ভালো' জীবন বানাতে চায়। কিন্তু এই ফিলোসোফির মধ্যে যখন আল্লাহর ওহি নেই, তখন সেটা মানুষকে সম্মানিত করে না, বরং ধীরে ধীরে অপমানজনক অবস্থার দিকে ঠেলে দেয়। আমরা নিজেদের বানানো "নতুন মানবতা", "আধুনিক সহানুভূতি", কিংবা "স্বাধীন চিন্তা" দিয়ে যতই সামনে এগোতে চাই না কেন, এইসবের ভেতর শান্তি থাকে না। শান্তি আসে তখনই, যখন আমরা নিজের জায়গায় ফিরে যাই- আল্লাহর দাস হিসেবে।
ইসলাম আমাদের ছোট করতে চায় না। বরং ইসলাম আমাদের সম্মান দেয়।
ইসলাম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, হৃদয়কে স্থির করে, সম্পর্ককে পবিত্র করে। ইসলাম আমাদের এমন একটা লাইফস্টাইল দেয়, যেখানে অহংকার নেই, অসততা নেই, আত্মপ্রবঞ্চনা নেই- যেখানে একটা মানুষ নিজের ভেতরে শান্ত, বাহিরে বিনয়ী, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দিকনির্দেশনায় পরিচালিত।
আমরা আজ ইসলাম থেকে দূরে গিয়ে যেন একটা "সেফ গেম" খেলছি- "সব ধর্ম ভালো", "সব দৃষ্টিভঙ্গি ঠিক", "যার যার চিন্তা তার তার জায়গায়"। কিন্তু প্রশ্ন হলো, এইসব দিয়ে আমরা সত্যিই ভালো আছি?
কোথায় সেই পরিপূর্ণ শান্তি?
কেন এত উদ্বেগ, কেন এত ভেতরের শূন্যতা, কেন এত মানসিক অস্থিরতা?
শয়তান তার শপথ কখনও ভুলে যায়নি। সে বলেছিল, আমি তাদের সামনে-পেছনে, ডানে-বামে এসে ধোঁকা দেব"। আর যেই চিন্তাভাবনার মধ্যে আল্লাহ নেই, কুরআনের আলো নেই, সেখানে শয়তানের প্রবেশ সহজ হয়ে যায়। আমাদের অনেক 'ভালো' চিন্তা আসলে শয়তানের মোড়ক লাগানো প্রলয়। কারণ শয়তান জানে, সে যদি একেবারে খারাপের দিকে না নিতে পারে, তবে ‘ভালো’র মোড়কে ধীরে ধীরে বিভ্রান্ত করাই তার কাজ।
তাই তুমি যতই ইসলামকে পাশ কাটিয়ে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করো- তুমি একদিন ধরা পড়বেই। কেননা আল্লাহ ছাড়া নিরাপত্তা নেই, ইসলাম ছাড়া গন্তব্য নেই, এবং ওহি ছাড়া পথচলা মানে অন্ধকারে হাঁটা।
এটাই সায়েন্স। এটাই বাস্তবতা।
