প্রতিদিন আমাদের সেভাবে দান করা হয়ে ওঠেনা। কাউকে যদি জিজ্ঞেস করা হয় গত এক বছরে সে মোট কত টাকা ডোনেশন করেছে। হয়তো কিছুই দেয়নি বা এমাউন্ট টা খুবই অল্প তার সামর্থ্য অনুযায়ী।
প্রতিদিন যদি আপনি ১০ টাকা করে দান করেন, আপনার বছর শেষে দানের পরিমাণ হবে ৩৬৫০ টাকা। একসাথে এতো টাকা দান করা কষ্টসাধ্য, কিন্তু অল্প করে প্রতিদিন দান করলে অনেক জমা হবে এবং মানবসেবাও সচল থাকবে সবার সম্মিলিত চেষ্টায়। আল্লাহর বানী কুরআনের আয়াতে যদি বিশ্বাস করেন, তাহলে এই ডোনেশন ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি হবে ইন শা আল্লাহ। কিন্তু আমরা ২/৪ টাকা লাভের আশায় কত জায়গায় কত কি করি। অথচ ধনী হবার এই জেনুইন শর্ট টেকনিক সম্পর্কে আমরা কেউই সিরিয়াস না। অনেক অমুসলিম ধনী ব্যবসায়ীরা এভাবে দান করে বড়লোক হয়ে গেছেন। অথচ মুসলিম হিসেবে আমাদের কত দুরাবস্থা।
প্রতিদিন কয়টা ভালো কাজ করেছেন সেটা হিসাব না করতে পারলেও অন্তত প্রতিদিন ডোনেশনের মতো গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ নিয়মিত করতে পারবেন। আল্লাহর কাছে সেই ভালো কাজটি বেশি প্রিয় যা অল্প করে হলেও তা প্রতিদিন করা হয়।
