মাতৃভাষা আরবি না হওয়ার আফসোস


ওমরা সফরে গিয়ে নিজের জন্যে খুবই আফসোস লাগে যখন দেখি আশেপাশের বাচ্চারা সবাই আরবিতে অনর্গল কথা বলছে। এক বাচ্চা মায়ের সাথে অভিমান করে হারামাইনের উঠোনে শুয়ে পড়লো। এটা দেখে তার মা "ওয়াল্লাহি?" বলে বাচ্চাকে রেখেই চলে যাচ্ছিলো। পরে বাচ্চাটা আরবিতে কী কী যেন বলতে বলতে উঠে পড়লো এবং দৌড়ে তার মায়ের কাছে চলে গেলো। জান্নাতের ভাষা আরবি হবে, আর আমি দুনিয়াতে বসে যেন সেটার শোডাউন দেখছি।

কিয়ামুল লাইলের তিলাওয়াতের সময় র‍্যান্ডমলি যার পাশেই দাঁড়াই, প্রতিটা আয়াত তারা ফিল করে করে শোনে এটা বোঝা যায় এবং মাঝে মাঝে আরবিতে দুয়া করে যেমন জাহান্নামের কথা বললে আল্লাহকে রিকুয়েস্টের স্বরে বলে আল্লাহ এরকম পরিনতি যেন আমার না হয়। আর আমি কেবল তিলাওয়াতের সুর শুনেই মুগ্ধ। আসলে আরবি শিখে ফেললেও আমি কোনোদিনই তাদের মতন আরবি ফিল করতে পারবোনা। আরবি আমার মাতৃভাষা না। ভাষার জন্যে প্রাণ দেন আর যাই করেন, মাতৃভাষা আরবি না হওয়া আমার সারাজীবনের জন্যে আফসোস থেকে যাবে।

আমি ইংরেজি শিখছি সেই ২০১০ সাল থেকে ক্যাডেট কলেজে ইংলিশ ভার্সনের ফলে। এই ১৫ বছর ইংরেজিতে কনভার্সেশন করেও আমি কখনোই ইংরেজি ভাষাকে নিজের কাছে ফিল করতে পারিনাই। কারণ ইংরেজিও আমার মাতৃভাষা না। মাতৃভাষা ছাড়া আপনি কোনোভাবেই অন্য কোনো ভাষাকে ফিল করতে পারবেন না। যেই ভাষাই শোনেন না কেনো, সেটা আপনার ব্রেইনে আপনার মাতৃভাষায় কনভার্ট হয়, তারপর আপনি কমুনিকেশন করেন।

ওমরা সফরে এসে আপনি যদি ইংরেজিতে সবার সাথে কমুনিকেট করতে চান, তাহলে আপনাকে একটু হতাশ করে দিচ্ছি। একটা সিংগেল মানুষও ইংরেজি বলেনা। খুবই রেয়ার। এখানে সবকিছু আরবিতে এবং আপনি কিছুটা হলেও আরবি বুঝতে পারবেন তাদের হ্যান্ড জেসচার দেখে। কোনো স্বেচ্ছাসেবককে যদি জিজ্ঞেস করেন do you speak English? সে বলবে yes yes. তারপর তাকে আপনি তাকে যেই প্রশ্নই বলবেন, সেটার আর উত্তর দিতে পারবেনা। কি একটা অবস্থা! 

ইফতারের আগ দিয়ে এক মরক্কান ভাই তার বউয়ের সাথে ভিডিওকলে কথা বলতেসিলো আমার পাশে। দুইজনে দুয়া করতেসিলো এইটা বোঝা গেছে বাট কী কী বলতেসে কিছুই বুঝতে পারিনাই। ভাইটাও কনফিডেন্টলি প্রেম করতেসে কারণ জানে যে আমি আরবি পারিনা। কি একটা অবস্থা! 

ইংরেজি না পারা এক বিষয়, আর ইংরেজি শেখার প্রয়োজন নাই আরেক বিষয়। আরব বিশ্বের মানুষ ইংরেজি এমন ভাবে এভয়েড করে যেন ইংরেজি তারা কেয়ার ই করেনা। সিম্পল সেন্টেন্স i go to school ও তারা মেক করতে পারেনা। এটাই স্বাভাবিক। কারণ আপনাকে যদি বলি আমি স্কুলে যাই এই সাধারণ একটা সেন্টেন্স এর আরবি বলেন, আপনি তো পারবেন না। তাদের টেকনোলজি থেকে শুরু করে সব জায়গায় আরবি। এই মিডলইস্টের মানুষের জন্যে আরবি ভাষায় ডিভাইস বানাইতে হয় পশ্চিমা বিশ্বের। এটাই বস একটা ব্যাপার। 

একটা বাচ্চা মসজিদে রিল্যাক্স করে এমন ভাবে কুরআন পড়ছে যেনো কোনো গল্পের বই পড়ছে। জানিনা তার ছোট্ট মনে আয়াতগুলো কীভাবে ফুটছে, তবে এতটুকু জানি, সে তার মাতৃভাষায় কুরআন পড়ছে। আফসোস ইয়া আল্লাহ আফসোস। আমি ছোট থাকতে ভাবতাম জন্মের পর এমনও হতে পারতো আমি এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। কি টাফ সিচুয়েশন! কিন্তু আল্লাহ তায়ালা আমাকে অনুগ্রহ করেছেন। আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। এর জন্যেই আমি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। না হোক মাতৃভাষা আরবি, বাংলা আমার মাতৃভাষা আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমার জন্য এটাই চেয়েছেন। তিনি চান তাঁর সৃষ্টি বৈচিত্র্যময় হোক। আফসোসের কিছু নেই। আমি তার ইচ্ছারই একটা অংশ। আলহামদুলিল্লাহ। 
Previous Post Next Post