উন্নতির মুখোশে ধ্বংসের যাত্রা


এই যে চারপাশে এত উন্নতি হচ্ছে, প্রযুক্তি এতটা এগিয়ে যাচ্ছে- এই জিনিসটা আমার ভেতরের একটা অংশ মেনে নিতে পারে না।

কারণ, সব উন্নতিই আসলে উন্নতি নয়। বহু মাত্রায় আমরা যেগুলোকে উন্নয়ন বলছি, সেগুলো হয়তো বাহ্যিকভাবে তাই মনে হয়, কিন্তু গভীরে গেলে দেখা যায়- এইসবই আমাদের জীবনকে আরো জটিল করে তুলছে।

প্রযুক্তি যদি উন্নত হয়েও মানুষের অলসতাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে সেই উন্নতি দিয়ে শেষ পর্যন্ত আমরা কী করবো?

আমরা ধীরে ধীরে আমাদের সৃষ্টিশীলতা হারিয়ে ফেলছি। একটা সাধারণ বিষয় নিয়েও এখন আর মাথা খাটিয়ে চিন্তা করতে পারি না। চিন্তার জন্যও এখন টেকনোলজির সাহায্য লাগছে।

আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতেও ভুলে যাচ্ছি। ধীরে ধীরে মেশিন হয়ে যাচ্ছি- মানবিক গুণগুলো দিন দিন ক্ষয়ে যাচ্ছে।

আজকে প্রযুক্তি যতদূর এসেছে, এই জায়গায় যদি সবকিছু থেমে যেত, তাও আমাদের তেমন কিছু ক্ষতি হতো না। এই পর্যন্ত দিয়েই আমরা আরো ১০০ বছর টিকে থাকতে পারতাম।

কিন্তু এটা তো থামার জিনিস না। একটা দেশ থামলে অন্য দেশ সুযোগ নেবে- এই প্রতিযোগিতা কখনোই শেষ হবে না।

আমরা যেদিনটা হারিয়েছি, সেটা আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। 

আজকে যদি আপনি ঠিক করেন, আপনি আর স্মার্টফোন ব্যবহার করবেন না, AI ব্যবহার করবেন না- তাহলে আপনি সমাজের অংশ হয়ে থাকতে পারবেন না।

আপনি চাইলেই এখন আর সব কিছু ছেড়ে সরে দাঁড়াতে পারবেন না। আমরা সবাই এক অনিবার্য দিকেই এগিয়ে যাচ্ছি।

আমরা সবাই একরকম ভাবে ধ্বংসের পথে। এখন আর বের হওয়ার কোনো পথ নেই।
Previous Post Next Post